সম্পন্ন হলো লোক নাট্যদলের ‘দ্বিতীয় পাঠাভিনয় উৎসব’

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১২:২৬

সাহস ডেস্ক

শেষ হলো বাংলাদেশে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত ‘পাঠাভিনয় উৎসব’ ২০১৭।

লোক নাট্যদলের উদ্যোগে ১৭-১৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে ১৩টি নাট্যদলের ১৩টি নাটকের নির্বাচিত অংশ পাঠ করেন থিয়েটার অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীরা। দুইদিনব্যাপী ‘পাঠাভিনয় উৎসব ২০১৭’ এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং লোক নাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী লাকী। 

উৎসবের প্রথম দিন যে নাটকগুলো পাঠ করা হয়- থিয়েটার আর্ট ইউনিট-এর “কোর্ট মার্শাল” সংলাপ গ্রুপ থিয়েটার- এর “মানব সুরৎ” পদাতিক নাট্য সংসদ (টিএসসি)-এর “তারামন বিবি” তির্যক, যশোর-এর “জৈনক আতর আলী ও একটি মামদো ভূতের কেস্সা” বাংলাদেশ থিয়েটার-এর “সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা” নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল-এর “তোরা সব জয়ধ্বনি কর” নাটক।

উৎসবের দ্বিতীয় দিন যে নাটকগুলো পাঠ করা হয়: নাট্যতীর্থ-এর “দ্বীপ” উদীচী (নাটক বিভাগ)-এর “রাজনৈতিক হত্যা” বগুড়া থিয়েটার-এর “কথা পুন্ড্রবর্ধন” স্বপ্নদল-এর “ডাকঘর” দৃষ্টিপাত নাট্যদল-এর “জ্বালা” শব্দ নাট্যচর্চা কেন্দ্র-এর “ঠিকানা” রাজশাহী থিয়েটার-এর “দেওয়ানা মদিনা” লোক নাট্যদল-এর “তপস্বী ও তরঙ্গিনী” নাটক। 

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত