শুয়া চান পাখি আমার

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ১২:৫০

সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু রেখে গেলেন ভক্তদের ভালোলাগা আর ভালোবাসার অসংখ্য গান। যা এই শিল্পীকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। 

সাহস২৪.কম এর পাঠকদের জন্য আধ্যাত্মিক ঘরানার এই শিল্পীর কিছু গান

শুয়া চান পাখি আমার
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি

আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তুমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তুমার মনে যাহা লয় …….

আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাঁশ

আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেনো চাইলে আমারে। 
এত ভালো হয় কি মানুষ, নিজের ক্ষতি করে। 
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে। 

আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে- বাদাম দেইখ্যা, 
চাইয়া থাকি আমার নি কেউ আসে রে।। 
যেদিন হতে নতুন পানি আসল বাড়ির ঘাটে অভাগিনীর মনে কত শত 

এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে।।
যে রাজার হাজার দুয়ার লক্ষ কুঠুরি তাহার ঘরেও বসত করে অভাব নামের বুড়ি 
রূপার খাটে বইসা বুড়ি মজার মোয়া খায় ধনে মান্য রাজার সনে অভাব কিচ্ছা গায়

রজনী হইসনা অবসান আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।। 
কত নিশি পোহাইলো মনের আশা মনে রইলোরে কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান। 
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।।

মানুষ ধরো মানুষ ভজ শোন বলিরে পাগল মন। 
মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। 
মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লুটে এই না পঞ্চভুতের ঘাটে খেলিতেছে নিরঞ্জন

আমি তোর পিরীতের মরা তুই চাইয়া দেখনা এক নজর বন্ধুরে 
অপরাধী হইলেও আমি তোর।। 
আমায় যদি দাও তাড়াইয়া এমন জায়গ

লিলুয়া বাতাসে প্রাণ না জুড়ায় না জুড়ায় রে 
একা ঘরে ঘুম আসে না শুইলে বিছানায় ...রে 
প্রাণ না জুড়ায়, না জুড়ায় রে নিষেধ করি ওরে হাওয়া লাগিস না মোর গায় যার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত