হলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে অভিনেত্রীদের লড়াই

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৮, ১৫:৩৫

সাহস ডেস্ক

২০১৭ সালে বিনোদন জগৎটা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ব্যবসায়িক বা সাংস্কৃতিক দিক থেকে নয়, এই বছরই যৌন হেনস্থার প্রতিবাদে একজোট হয়ে বার্তা দেয় হলিউড অভিনেত্রীরা। সামিল হয় অন্যান্য দেশের বিনোদন জগৎও। সেই প্রতিবাদের ভাষাকেই স্বীকৃতি দিয়েছে টাইম ম্যাগিজনের বর্ষসেরা প্রতিবেদন।

গত বছরই হলিউডো প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অ্যাঞ্জেলিনা জোলি, ন্যাটালি পোর্টম্যানের মতো প্রথম সারির হলিউড অভিনেত্রীরা। 

সেই সময়ে শুরু হওয়া প্রতিবাদ এখনও অব্যাহত আছে। এই প্রতিবাদের প্রথম লক্ষ্য কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হওয়াদের আইনি লড়াইয়ে সাহায্য করা। টাইম ম্যাগাজিনকে লেখা এক চিঠিতে জানিয়েছেন অভিনেত্রীরা। 

জানা গেছে, যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে লড়াইকে শুধু সোশ্যাল নেটওয়ার্কে সীমাবদ্ধ না রেখে আইনি পথে নিয়ে যেতে চান হলি অভিনেত্রীরা। সেই উদ্দেশ্যেই এক কোটি ৩০ লাখ মার্কিন ডলারের একটি তহবিল ইতিমধ্যেই গড়া হয়েছে। 

আইনি লড়াইয়ের স্বার্থে অর্থ সংগ্রহ করার আরও চেষ্টা চলছে। শুধু নারীরাই নন, পুরুষরাও এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন। পরিচালক স্টিভেন স্পিলবার্গের সংস্থাও আর্থিক সাহায্য করেছে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত