শ্রীদেবীর মৃত্যুতে নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর শোক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮

সাহস ডেস্ক

শ্রীদেবীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, কিংবদন্তি এই বলিউড অভিনেত্রীর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রীসহ বিজেপি ও কংগ্রেসের নেতৃবৃন্দ। সবাই যার যার টুইট বার্তায় স্মরণ করেছেন শ্রীদেবীকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইট বার্তায় লিখেন, বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর অকালপ্রয়াণে আমি শোকাহত। দীর্ঘ অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে এবং মনে রাখার মতো অভিনয় দক্ষতায় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির মহীরুহে পরিণত হয়েছিলেন তিনি। এই দুঃখের সময়ে আমি তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মা শান্তি লাভ করুক।

অন্যদিকে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী তার টুইট বার্তায় লিখেছেন, ভারতের পছন্দের অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ এবং অকালমৃত্যুতে আমি শোকাহত। শ্রীদেবী ছিলেন একজন অসাধারণ মেধাসম্পন্ন ও অভিজ্ঞ অভিনেত্রী, যার বিশাল কাজ জাতি এবং ভাষার সীমারেখা পার করেছে। এই দুঃখের সময়ে আমি তাঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তি লাভ করুক।

সাহস২৪.কম/জুয়েনা/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত