শেষ হচ্ছে আন্তর্জাতিক সুফি উৎসব

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬

সাহস ডেস্ক

রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে চলমান তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুফি উৎসব শেষ হচ্ছে ২৫ ফেব্রুয়ারি (রবিবার)।

শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আল্লামা রুমি সোসাইটি অব বাংলাদেশ এবং হাটখোলা ফাউন্ডেশন যৌথভাবে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী এএমএ মুহিত এবং বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও কবি আসাদ চৌধুরী।

উৎসবের সমাপনী দিনে বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত থাকবে হায়দার ও হারুন, ইকবাল হায়দার ও দিপঙ্কর এবং সিরাজুল বাউলের পরিবেশনা। সেই সঙ্গে দর্শকরা ইরানি দল জয়রব ও ভারতের রুহানি সিস্টার্সের গান শুনতে পাবেন।

এর আগে, ‘একতার জন্য সঙ্গীত’ স্লোগান নিয়ে ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে উৎসবের উদ্বোধন করা হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হয় ঐতিহ্যবাহী নাচ দিয়ে। আর শেষে ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনা।

প্রসঙ্গত, প্রথম সুফি উৎসব অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত