৭১তম কান চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশ | ০৯ মে ২০১৮, ১১:৫০

অনলাইন ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের বড় আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭১তম আয়োজন শুরু হলো। ফ্রান্সের নয়নাভিরাম কান শহরে এই উৎসবের বিভিন্ন বিভাগে এবার মোট ৮৫টি চলচ্চিত্র দেখানো হবে। তবে এই উৎসবে মূল আকর্ষণ ‘প্রতিযোগিতা বিভাগে’ চলতি বছর থাকবে ২১টি চলচ্চিত্র। এই বিভাগ থেকেই একজন গ্রহণ করবেন উৎসবের সর্বোচ্চ পুরস্কার 'পাম ডি'ওর'। 

সাগরপাড়ের শহর কানের পালে দো ফেস্টিভ্যাল ভবনে এবারও লালগালিচায় হাঁটবেন হলিউড-বলিউডের সব সুন্দরী। হলিউডের চলতি সময়ের প্রায় সব শীর্ষ তারকা কান শহরে ভিড় জমাতে শুরু করেছেন।

গতকাল মঙ্গলবার ইরানি পরিচালক আসগর ফারহাদির 'এভরিবডি নোজ' ছবির প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় উৎসব। আগামী ১৯ মে আমেরিকান-ব্রিটিশ পরিচালক টেরি গিলিয়ামের 'ডন কুইক্সোট' ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে। শেষ দিনই ঘোষণা দেওয়া হবে বিজয়ীদের নাম।

হার্ভে ওয়েনস্টেইন কেলেঙ্কারি-পরবর্তী এই উৎসবে গুরুত্ব পাচ্ছে জেন্ডার সমতা। সেই বিষয়টি মাথায় রেখেই এবার জুরি বোর্ডে নারীদের প্রাধান্য রাখা হয়েছে।

এ বছরের উৎসবে জুরি বোর্ডের প্রধান হিসেবে থাকছেন অভিনেত্রী কেট ব্লানচেট।