কানে সোনার ক্যামেরা জিতলেন লুকাস দোন্ত

প্রকাশ | ২০ মে ২০১৮, ১৩:৪০

অনলাইন ডেস্ক

 

বেলজিয়ামের লুকাস দোন্ত ‘গার্ল’ ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে ক্যামেরা দ’র পুরস্কার জিতেছেন। তাকে দেওয়া হয়েছে সোনার ক্যামেরা আকারের পুরস্কার। পরিচালকের প্রথম কাজের জন্য কান উৎসবে দেওয়া হয়ে থাকে ক্যামেরা দ’র।

শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর।

এবারের আসরে এই বিভাগে বিচারকদের প্রধান ছিলেন উরসুলা মাইয়ার। তিনিই বিজয়ীর নাম ঘোষণা করেন।

‘গার্ল’ ছবির গল্প লারাকে ঘিরে। তার বয়স ১৫ বছর। পেশাদার ব্যালেরিনা হতে দৃঢ়প্রতিজ্ঞ সে। বাবার সহায়তায় নতুন একটি স্কুলে ভর্তি হয় মেয়েটি। কিন্তু ব্যালেরিনা হওয়ার মতো শারীরিক গড়ন নেই বলে হতাশা ও অস্থিরতা পেয়ে বসে তাকে। কারণ সে জন্ম নিয়েছে ছেলের মতো শরীর নিয়ে!
সাহস২৪.কম/মশিউর