সেরা চিত্রনাট্যকার গৃহবন্দি জাফর পানাহি

প্রকাশ : ২০ মে ২০১৮, ১৪:১৩

সাহস ডেস্ক

৭১তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম থেকেই ইরানি পরিচালক জাফর পানাহির ছবি ‘থ্রি ফেসেস’ ছিলো আলোচনায়। ছবিটি জিতে নিলো এবারের আসরের সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। নির্মাতা জাফর পানাহি ও নাদের সায়েভার যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন। ‘থ্রি ফেসেস’ ছাড়াও চিত্রনাট্য বিভাগে ‘হ্যাপি অ্যাজ লাজ্জারো’র জন্য যৌথভাবে সেরা হয়েছেন ইতালির নারী নির্মাতা অ্যালিস রোরওয়াচার।

শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর। তবে ‘গৃহবন্দি’ থাকার কারণে পুরস্কার নিতে পারেননি পানাহি। তার পক্ষ থেকে কান চলচ্চিত্র উৎসবের সমাপনি দিনে পুরস্কার গ্রহণ করেন মেয়ে সোলমাজ পানাহি।

‘থ্রি ফেসেস’ ছবির গল্প আর্মেনিয়ান সীমান্তে উত্তর-পশ্চিম ইরানে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপটে বিভিন্ন বয়সী তিন অভিনেত্রীকে ঘিরে। তাদের একজন অভিনয় ছাড়তে বাধ্য হয়। অন্যজন হালের বিখ্যাত তারকা। আর বাকি মেয়েটি ড্রামা স্কুলে ভর্তি হতে মুখিয়ে থাকে। কিন্তু পরিবারের গোঁড়ামির কারণে পারছে না। তাই এক অভিনেত্রীর শরণাপন্ন হয় সে। 
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত