শিল্পকলায় পাঁচ দিনব্যাপি নাট্যোৎসব

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৮, ১১:৩১

সাহস ডেস্ক

‘নাট্যমঞ্চ হোক আনন্দ-উৎস’- এই স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপি 'আইডিএলসি নাট্যোৎসব ২০১৮’। এই উৎসবে ঢাকার ৮টি নাট্যদলের পাশাপাশি অংশ নিবে ২টি বিশ্ববিদ্যালয়।

আগামী ০৪ মঙ্গলবার (সেপ্টেম্বর) থেকে ০৮ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলবে এই উৎসব। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসবটি উদ্বোধন করবেন বলে জানা যায়।

উৎসবের প্রতিদিন দুইটি করে নাটক মঞ্চস্থ হবে। এরমধ্যে প্রথম দিন প্রাঙ্গণেমোরের ‘হাছনজানের রাজা’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ‘দ্য লোয়ার ডেপথস’ ও দ্বিতীয় দিন ঢাকা পদাতিকের ট্রায়াল অব সূর্য সেন’ এবং পালাকারের ‘বাংলার মাটি বাংলার জল’ মঞ্চস্থ হবে।

তৃতীয় দিন বটতলার ‘ক্রাচের কর্নেল’ এবং ঢাকা থিয়েটারের ‘পঞ্চনারী আখ্যান’ চতুর্থ দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘দ্য আলকেমিস্ট’ এবং থিয়েটারের ‘মুক্তি’ ও পঞ্চম দিন প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপল’ প্রদর্শিত হবে।

বিনামূল্যে দর্শকরা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইন- www.idlc.com/natyautshob

আগামী ৩০ আগস্ট (বৃহস্পতিবার) হতে ওয়েবসাইটে টিকিটের রেজিস্ট্রেশন শুরু হবে।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত