মুক্তির আগেই নকলের অভিযোগে অভিযুক্ত ‘অস্তিত্ব’

প্রকাশ : ০৬ মে ২০১৬, ১৪:০৩

আরেফিন শুভ ও তিশা অভিনীত আলোচিত সিনেমা অস্তিত্ব আজ মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমাটি মুক্তির আগেই নকলের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে।

অস্তিত্ব সিনেমার প্রচারিত পোষ্টারে দেখা যাচ্ছে হৃত্তিক রোশন অভিনীত ভারতীয় কৃষ ছবির পোষ্টারের ছাপ। যেখানে অনন্য মামুন তার অস্তিত্ব সিনেমার পোষ্টারে হৃত্তিকের ছবিতে আরেফিন শুভর মাথা কেটে বসিয়ে দিয়েছে গ্রাফিক্সের মাধ্যমে। সিনেমা নিয়ে যারা আশাবাদী হয়ে উঠছিলো তাদের আশায় গুড়েবালি। এখন সিনেমাপ্রেমী সচেতন দর্শকদের প্রশ্ন ‘যারা একটা মৌলিক পোষ্টার ডিজাইন করতে পারেনা তাদের পক্ষে কি আদৌ মৌলিক গল্পের একটা পুর্ণাঙ্গ সিনেমা বানানো সম্ভব? চুরিকে কি আদৌ শিল্প বলা যায়?

চলচ্চিত্রকর্মী আনন্দ কুটুম তাঁর প্রতিক্রিয়ায় বলেন ‘‘এরা কি ভাবে মুক্ত প্রযুক্তির যুগে বাংলাদেশের মানুষ এখনো এতো বোকা যে তাদের চুরি ধরতে পারবেনা? এরা গল্প চুরি করে, শর্ট চুরি করে, কম্পোজিশন চুরি করে, গান চুরি করে, সুর চুরি করে কিন্তু একবারও ভাবেনা যে চোরের দশদিন হলেও গৃহস্থের একদিনই যথেষ্ট। আমার বিশ্বাস এই পোষ্টারের ডিজাইন করতে তাদের যতো কষ্ট করতে হয়েছে এরচেয়ে কম পরিশ্রমে তারা মৌলিক একটা পোষ্টার বানাতে পারতো। প্রয়োজন শুধু চুরি আর নকল করার মানসিকতা থেকে বেড়িয়ে এসে মৌলিক চিন্তা করা”

এখন দেখার বিষয় সিনেমা দেখার পরে দর্শক অস্তিত্ব সিনেমার গল্প নিয়ে কি বলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত