‘বঙ্গবিভূষণ’ পুরস্কার পাচ্ছেন লতা মঙ্গেশকর

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:০১

সাহস ডেস্ক

ভারতের নাইটিঙ্গেল হিসেবে খ্যাত লতা মঙ্গেশকরের হাতে‘বঙ্গবিভূষণ’পুরস্কার তুলে দিতে ২০ অক্টোবর মুম্বাই যাবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী নিজেই ফেসবুকে এই খবর জানিয়েছেন।  

মমতা লিখেন, “লতাজি’র চিঠি পেয়ে ভীষণ আনন্দিত বোধ করছি। তিনি বাংলার শ্রেষ্ঠ সম্মান‘বঙ্গবিভূষণ’পুরস্কার গ্রহণ করতে তার সদয় সম্মতি প্রকাশ করেছেন। তার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা এতে অনেক সম্মানিতবোধ করছি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) আমি নিজে মুম্বাই গিয়ে তার হাতে পুরস্কার তুলে দেবো।”

প্লেব্যাক গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করা লতা মঙ্গেশকর ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষায় গান গেয়ে সুনাম কুড়িয়েছেন। সাত দশকের ক্যারিয়ারে সংগীতশিল্পে অসামান্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন দাদা সাহেব ফালকের মতো অসংখ্যা সম্মাননা। লতা মঙ্গেশকর শুধু নিজ দেশেরই নয়, বিদেশী ভাষায় গান গেয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।      

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত