মিডিয়ায় আলো ছড়াচ্ছেন জেরিন

প্রকাশ : ১২ মে ২০১৬, ১৭:০৮

সাহস ডেস্ক

গত দুই বছরের ধীর পায়ের পথ চলা আজকে দিয়েছে তাকে ব্যস্ততা। অবশ্য ধীরে চলার নীতিতেই বিশ্বাসী নবীন অভিনেত্রী মেহজাবিন জেরিন। বিভিন্ন চ্যানেলে প্রতিদিনই তাকে দেখা যাচ্ছে অভিনয় আর উপস্থাপনায়। আজকে সাহসের মুখোমুখি মেহজাবিন জেরিন।

সাহস: খুবই স্বাভাবিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক, শুরুতে আপনার মিডিয়ায় পথচলার শুরুর বিষয়টা জানতে চাই?
জেরিন: আমার মিডিয়ায় কাজের শুরুটা ২০১৪ সালে পরিচালক জাবির রাসেল ভাইয়ের নাটকের মাধ্যমে। সেটা সেই কোরবানির ঈদের একটা বিশেষ নাটক ছিলো। তারপর পড়াশুনার পাশাপাশি একটু একটু করে কাজ করা।

সাহস: আপনার পড়াশোনা তো মেডিকেলে। তো ডাক্তারি পেশা থেকে অভিনয়ের ভাবনাটা কিভাবে আসলো?
জেরিন: হ্যাঁ আমি গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করছি, এবার ফোর্থ ইয়ার চলছে। ডাক্তার হওয়ার স্বপ্নটার পাশাপাশি অভিনয় শিল্পটাও আমার একটা স্বপ্নের জায়গা। মূলত ছোটবেলা থেকেই যেহেতু সিনেমা দেখার পোকা ছিলাম তাই কখন থেকে সিনেমা নিয়ে ভাবনার শুরু সেটা বলতে পারছিনা। তবে সিরিয়াসলি অভিনয় নিয়ে ভাবতে শুরু করি ২০১২ থেকে।

সাহস: এখন আপনার ব্যস্ততা কি নিয়ে ?
জেরিন: অভিনয় আর পড়াশোনা দুটো নিয়েই ব্যস্ততা। এই মুহুর্তে বিভিন্ন চ্যানেলে আমার অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে । দীপ্ত টেলিভিশনে ‘অপরাজিতা’, বাংলাভিশনে ‘স্বর্নলতা’ আর বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে ‘মায়ারবাঁধন’। প্রচারের অপেক্ষায় রয়েছে ফেরদৌস রানা ভাই পরিচালিত একটা ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু একক নাটক ও টেলিফিল্ম।

সাহস: অভিনয়ের পাশাপাশি মিডিয়ায় আর কোন ঘরনায় কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করেন ?
জেরিন: অভিনয়ের পাশাপাশি মডেলিং আর উপস্থাপনাটাকে উপভোগ করি। এই মুহুর্তে এটিএন বাংলায় কমেডি আওয়ার নামে একটা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করছি দেবাশিস বিশ্বাস ভাইয়ের সাথে। আরও দুইটা অনুষ্ঠান উপস্থাপনার কথা চলছে। আশা করি শিগ্রই দর্শককে জানাতে পারবো। 

সাহস: সব মাধ্যমের মধ্যে যদি আপনাকে একটা মাধ্যম বেছে নিতে বলা হয়?
জেরিন: অবশ্যই অভিনয়। কারন প্রথমত আমার স্বপ্ন একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করা।

সাহস: তবে কি আপনি নিজেকে এখনো দক্ষ বা গুণী অভিনেত্রী মনে করেন না?
জেরিন: অবশ্যই না। কারন যারা ভাবে যে দুই-চারটা নাটকে অভিনয় করলেই বা ফেসবুকে ফটোশ্যুটের ছবি আপলোড করে গুণের প্রমাণ হয়ে যায় আমি তাদের দলে নই। কারণ অভিনয় শিল্প আয়ত্ত করতে কোন শর্টকার্ট পথ আছে বলে আমি মনে করিনা। দীর্ঘ চর্চা আর অধ্যাবসায়ের পরেই আয়ত্ত হয় এই শিল্প। আমি নিজেকে সবসময়েই অভিনয়ের শিক্ষার্থী মনে করি। কারণ আমার অভিনীত প্রতিটি চরিত্র আমার কাছে একেকটা লেসন।

সাহস: মিডিয়ায় কাজের ক্ষেত্রে নারীদের জন্য কোন কোন প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন?
জেরিন: দেখুন সব পেশায়ই কাজের পরিবেশগত কিছু সমস্যা থাকেই। সব পেশায়ই নারীকে পদে পদে প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়। মিডিয়াও এর ব্যাতিক্রম নয়। সমস্যা নিয়ে আলোচনার চেয়ে সমাধান নিয়ে আলোচনা করা জরুরী।

সাহস: মিডিয়ায় নারীবান্ধব কাজের পরিবেশ তৈরিতে কি করণীয় বলে মনে করেন?
জেরিন: যদিও এই বিষয়ে মন্তব্য করার জন্য আমি অনেক নবীন, তবুও আমি যেটা বুঝি তা হচ্ছে, যতো বেশি শিল্পমনা শিক্ষিত ও সুন্দর রুচিবোধসম্পন্ন মানুষ মিডিয়ার আসবে ততোই মিডিয়ায় কাজের পরিবেশ সুন্দর হবে। কারন নাটক চলচ্চিত্র নির্মান বা অভিনয় যেমন বাণিজ্যিক তবে যেহেতু এই বাণিজ্যের মূল জায়গাটা শিল্পকে কেন্দ্র করে তাই শিল্পমানটা আগে নিশ্চিত করতে হবে । এটা হলেই অনেক সমস্যা কমে যাবে বলে মনে করি।
 
সাহস: আবার আপনার প্রসঙ্গে আসি, আপনার কাঙ্ক্ষিত চরিত্র?
জেরিন: সাহিত্য নির্ভর কাজের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ও নজরুল সাহিত্য কিংবা সমরেশ ও শীর্ষেন্দুর গল্পের চরিত্রগুলোর প্রতি রয়েছে দুর্বলতা। অপেক্ষায় আছি তেমন সুযোগের।

সাহস: আমরাও অপেক্ষায় রইলাম বৈচিত্রময় চরিত্রে আপনার অভিনয় দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে।
জেরিন: সাহসকেও ধন্যবাদ। পাশাপাশি সাহসের পাঠকদেরকেও ধন্যবাদ আর সবার কাছে শুভকামনা আশা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত