দুই সিনেমা নিয়ে আসছেন মিষ্টি জান্নাত

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৭:২৬

সাহস ডেস্ক

ঢালিউডের নবীন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দুইটি সিনেমায় অভিনয়ের সুবাদে পেয়েছেন দর্শকপ্রিয়তা। চলতি বছর এখন পর্যন্ত এ অভিনেত্রীর কোনো সিনেমা মুক্তি না পেলেও ডিসেম্বরে তার অভিনীত আরও দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘তুই আমার’ ও ‘তুই আমার রানী’ শিরোনামের এ সিনেমা দুটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। 

এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘দুটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি দেয়া হবে। সিনেমা দুটির কাজই ভালো হয়েছে। আশা করছি, দর্শক দেখে মুগ্ধ হবেন। তবে কোন সিনেমাটি আগে মুক্তি পাবে তা এখনই বলতে পারছি না।’

সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমাটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। কলকাতার প্রলয় ভট্টাচার্যের চিত্রনাট্যে এতে মোট পাঁচটি গান রয়েছে। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন কলকাতার শ্রী প্রিতম।  নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।

মিষ্টি জান্নাতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘তুই আমার’ শিরোনামের চলচ্চিত্রটি।

এদিকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তুই আমার রানী’ শিরোনামের সিনেমা। এ চলচ্চিত্রে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা।

বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ভারতের প্রিন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত  এ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এ সিনেমাটিও চলতি মাসে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এছাড়া মিষ্টি ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। এ ছাড়াও যৌথ প্রযোজনাসহ বেশ কটি সিনেমায় কাজ করার কথা রয়েছে।

২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিষ্টির। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ শিরোনামের আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত