ডিমলায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৪

ডিমলা প্রতিনিধি

ডিমলা শিল্পী সমিতির আয়োজনে ৩ দিনব্যাপী এক অভিনয় কর্মশালার আয়োজন করা হয়েছে।   

৯ সেপ্টেম্বর (শনিবার) ডিমলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি ডিমলা সদর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার এ কর্মশালার উদ্বোধন করেন।

এ উপলক্ষে ডিমলা শিল্পী সমিতির সভাপতি পারভেজ জাহানের সভাপতিত্বে ও ডিমলা শিশু শিল্পী এর সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- ডিমলা আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ সরকার, ডিমলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু নীরেন্দ্রনাথ রায়, ডিমলা যাত্রা শিল্পী ফেডারেশন সভাপতি শৈলেন চন্দ্র সিংহ রায়, যুবলীগ ডিমলা শাখার সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী থিয়েটারের সভাপতি মো. আব্দুল বারী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ যাত্রা শিল্পী খিতিশ চন্দ্র রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নিরঞ্জন দে প্রমুখ। 

সভায় বক্তারা বর্তমান প্রজন্ম সংস্কৃতিক চর্চা এবং সমাজ পরিবর্তনে নাটকের ভূমিকার বিষয় নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত