চন্দ্রবোড়া সাপ উদ্ধার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৯

সাহস ডেস্ক

বরগুনার পাথরঘাটা থেকে একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছে টাইগার টিম। 

২৪ ফেরুয়ারি (শুক্রবার) উপজেলার রুহিতার বন থেকে সাপটি উদ্ধার করা হয়।

বনবিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা আনোয়রুল কবির বলেন, রুহিতা বনে এলাকাবাসী ছোন কাটতে গেলে সাপটি দেখতে পায়। এ সময় টাইগার টিমকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা ওই সাপটি উদ্ধার করে।

পরে খবর পেয়ে বনবিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে এবং বলেশ্বর নদের মাঝের চর এলাকায় সকাল ১১টার দিকে অবমুক্ত করে দেয়। সাপটি অন্তত ৮ হাত লম্বা হবে।

টাইগার টিমের টিম লিডার মোঃ জাকির হোসেন মুন্সি বলেন, গ্রামের কিছু লোক ছোন কাটতে গিয়ে সাপটি দেখতে পায়। পরে আমাদের খবর দিলে অল্প সময়ের মধ্যে সাপটি উদ্ধার করা সম্ভব হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত