উপকূলে এগিয়ে আসছে মোরা: ৭ নম্বর বিপদ সংকেত

প্রকাশ : ২৯ মে ২০১৭, ১০:২৫

সাহস ডেস্ক

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম উপকূলের দিকে এগিয়ে আসছে। বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি ৩০ মে (মঙ্গলবার) সকাল নাগাদ চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

২৯ মে (সোমবার) সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ৫শ ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৪শ ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মংলা বন্দর থেকে ৬শ ২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৫ শ' ৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো ঘূর্ণিঝড়টি।

এটি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৬২ কিলোমিটার থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া সাগর উত্তাল থাকায় সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত