ঘুর্ণিঝড় ‘মোরা’ আক্রান্তদের পাশে ইসাবেলা ফাউন্ডেশন

প্রকাশ : ৩০ মে ২০১৭, ১৬:৩২

সাহস ডেস্ক

ঘুর্ণিঝড় ‘মোরা’ উপকূলে আছড়ে পড়ার আগ থেকেই ইসাবেলা ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা কক্সবাজার এর বিভিন্ন স্থানে ঘুর্ণিঝড় পূর্ববর্তী কাজ বিশেষ করে উপকূলীয় মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করেছে। বর্তমানে তারা উদ্ধারকাজ করছে। 

আজ মঙ্গলবার (৩০ মে) ঢাকা থেকে পরিবেশ বিজ্ঞানী ইসাবেলা ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান খান এর নেতৃত্বে একটা টিম ইতোমধ্যেই ঢাকা থেকে যাত্রা শুরু করেছে। এই টিম টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী, সোনাদিয়াসহ বিভিন্ন স্থানে উদ্ধারকাজ এবং ত্রাণ তৎপরতার পাশাপাশি পরিবেশ ও প্রাণীজগৎ এর ক্ষয়ক্ষতির তথ্য উপাত্ত সংগ্রহ করবে।

কেন্দ্রীয়ভাবে পুরো কাজটি সার্বিক তদারকি করছেন ইসাবেলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত