সমুদ্র সম্পদকে কাজে লাগানোর বিকল্প নেই: কবির বিন আনোয়ার

প্রকাশ : ০৮ জুন ২০১৭, ১৬:২৯

সফিউল আলম

বাংলাদেশে প্রথমবারের মত পালিত হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস। কক্সবাজারে বিশ্ব সমুদ্র দিবসের জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচারক (প্রশাসন) ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেছেন, মূলত সমুদ্রের সাথে কক্সবাজারের মানুষেরই সব চেয়ে বেশি সখ্যতা। তাই সমুদ্র সম্পদ রক্ষার আন্দোলন কক্সবাজার থেকেই শুরু হচ্ছে।

তিনি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বা উন্নত সমৃদ্ধশীল দেশ গঠন করতে হলে সমুদ্র সম্পদকে কাজে লাগানোর বিকল্প নেই। 

কবির বিন আনোয়ার বলেছেন, সমুদ্রে প্রচুর সম্পদ রয়েছে। যেগুলো আমাদের ধারণারও বাইরে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমুদ্রসীমা জয় করেছি। এখন কক্সবাজারে সমুদ্র গবেষণা ইনষ্টিটিউট নির্মিত হয়েছে। শিগগিরই চালু হবে। পাশাপাশি দুটি সাবমেরিন কেনা হয়েছে। যেগুলো সমুদ্রের ২০০ মিটার পর্যন্ত গভীরে যেতে পারে। সব গুলো কাজে লাগিয়ে গবেষণা করে সমুদ্র সম্পদকে চিহ্নিত করে সেগুলো কাজে লাগাতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প। 

অনুষ্ঠানে কবির বিন আনোয়ার উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের সমুদ্র সম্পদের বেশকিছু স্থিরচিত্র দেখান। এ দিবসের প্রতিপাদ্য বিষয়; “আমাদের সমুদ্র, আমাদের ভবিষ্যৎ”

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মীর জাফর আহম্মেদ, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মোহাম্মদ রুহুল কুদ্দুস, ইসাবেলা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আনিসুজ্জামান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক বিল্পব কান্তি পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমুদ্র গবেষণা ইনষ্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইয়্যেদ মো. শরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, এটুআই প্রকল্পের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খাঁন, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত