সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে

প্রকাশ : ১১ আগস্ট ২০১৭, ১৬:২২

সাহস ডেস্ক

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সবকটি নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টা থেকে সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, শাল্লা ও দোয়ারাবাজার উপজেলার কিছু কিছু জায়গা প্লাবিত হয়েছে। একইভাবে জেলার যাদুকাটা নদী, চেলা নদী ও হাওরের পানি কয়েক ফুট বেড়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে সকাল ৯টায় বিপদসীমার ৮ দশমিক ২ সেন্টিমিটার অতিক্রম করে ৮ দশমিক ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এমন পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত