মেঘনার পানি বিপদসীমার ওপর

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৭, ১৭:৩৩

সাহস ডেস্ক

ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমা ওপর অতিক্রম করছে। সেই সঙ্গে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে। 

নির্বাহী প্রকৌশলী বাবুল বলেন, ১২ আগস্ট (শনিবার) বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে মেঘনায় পানি প্রবাহিত হয়েছে। শুক্রবার বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপরে ছিল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে।

জানা যায়, অবিরত বৃষ্টির কারণে শহরের স্কুল-কলেজ, হাট-বাজার সবখানেই ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে। কাজ না পেয়ে খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা সংলগ্ন মেঘনা, তেতুলিয়া ও ইলিশা নদীতে পানির প্রবাহ বেড়ে গেছে। সেই সঙ্গে মানুষের দুর্ভোগ বেড়েছে।

ভোলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনোয়ার হোসেন জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ভোলায় ৬১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত