আত্রাই নদী ভাঙ্গন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৭, ১৩:০৯

সাহস ডেস্ক

নওগাঁর মান্দা উপজেলার বুড়িদহ সুজন সখীর ঘাট এলাকায় আত্রাই নদীর পশ্চিম পাশের মূল বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানিয়েছেন, ১৪ আগস্ট (সোমবার) সকালে বাঁধে ভাঙন দেখা দেয়।

নির্বাহী প্রকৌশলী জানান, ১৩ আগস্ট (রবিবার) সকালে আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরবর্তীতে তা বেড়ে ২০০ সেন্টিমিটারে দাঁড়ায়। ফলে মান্দা উপজেলার বাঁধে ফাটল দেখা দেয়। ফাটলগুলোয় বালুর ভর্তি বস্তা ফেলে মেরামতের চেষ্টা করার সময় বুড়িদহ সুজন সখীর ঘাট এলাকায় প্রধান বাঁধ ভেঙে যায়।

বুড়িদহে বাঁধ ভাঙনের ফলে মান্দা উপজেলার কুসম্বা ও নুরল্যাবাদ ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত