পদ্মার ভাঙনে বিলীন চরভদ্রাসন

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ১৭:১৯

সাহস ডেস্ক

ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গীতে টানা বর্ষণে পদ্মা নদীর ভাঙনে বিদ্যুতের খুটিসহ ২৯টি বসতভিটা বিলীন হয়ে গেছে। ওই এলাকার  মানুষগুলো এখন রাস্তার উপর আশ্রয় নিয়েছে। এছাড়া ভাঙনের আশঙ্কায় রয়েছে ওই ইউনিয়নের মোল্লাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাজেল খাঁর ডাঙ্গী সরকারি প্রাইমারি স্কুলসহ বড় বালিয়াডাঙ্গী, এম কে ডাঙ্গী গ্রামের কয়েক হাজার বাড়ি-ঘর।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ ১৪ আগস্ট (সোমবার) সন্ধ্যায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। 

মো. সুলতান মাহমুদ বলেন, চরভদ্রাসনকে ভাঙন হতে স্থায়ীভাবে রক্ষা করার পরিকল্পনা রয়েছে। ভাঙনের কবলে পড়া স্থান আমি দেখে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান জানান, নতুন করে ভাঙন কবলিত স্থানের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এ পর্যন্ত ২৯টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে ৫৩টি বাড়ি। প্রায় এক হাজার মিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত