ভোলায় তালের বীজ ও চারা রোপণ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৫

অনলাইন ডেস্ক

সদর উপজেলায় বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে ১ হাজার তালের বীজ ও চারা রোপণ করা হয়েছে। 

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাপ্তা ইউনিয়নের দক্ষিণ বাপ্তা গ্রামে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো: মুজাহিদুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির সহযোগিতায় ছিলো উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মঞ্জুর মাতাব্বর, ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতে মৃত্যু আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তাই এটা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী’র নির্দেশে তালের বীজ ও চারা রোপণ করা হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সড়কের পাশে আজ ১ হাজার বীজ ও চারা রোপণ করা হয়েছে। আগামীকাল আরো ১ হাজার রোপণ করা হবে।