বিশ্ব নদী দিবসে ইসাবেলা ফাউন্ডেশন এর আলোচনা সভা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০১:০০

অনলাইন ডেস্ক

বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে ইসাবেলা ফাউন্ডেশন এর উদ্যোগে তেজগাঁওয়ে ফাউন্ডেশন এর অফিস সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে “দখল-দূষণমুক্ত প্রবহমান নদী, বাঁচবে প্রাণ ও প্রকৃতি” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসাবেলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান কবির বিন আনোয়ার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা সাহস২৪.কম ও মাসিক ‘সাহস’ এর সম্পাদক প্রবীন আওয়ামীগ নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আন্ডারওয়াটার ফটোগ্রাফার শরীফ সরোয়ার এর সঞ্চালনায় আলোচনায় মূল আলোচক ছিলেন ইসাবেলা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ড. আনিসুজ্জামান খান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশবিদ যশোধন প্রামাণিক, ইসাবেলা ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য আবু সাইদ, কাজী নকিবুজ্জামান, লিটল মাস্টার সামাদ বিন কবির, পরিবেশ সাংবাদিক হোসেন সোহেল, বাংলাদেশ টেলিভিশন এর প্রযোজক শাহিনুর রহমান, এস এম সাদিক তানভীর, আর্ক রিপন, সাহস২৪.কম ও মাসিক ‘সাহস’ এর বার্তা প্রধান সাকিল অরণ্য প্রমুখ।

আলোচকরা নদীর অবৈধ দখল ও শিল্পবর্জ্যে দূষিত হওয়া থেকে রক্ষার ব্যাপারে সরকারের কার্যকর পদক্ষেপগুলোর সাথে সাধারণ মানুষকেও সোচ্চার হবার আহবান জানান।