চাঁপাইনবাবগঞ্জের ২ লক্ষ তালবীজ রোপণ

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৭, ১৮:২৪

‘বেশি বেশি তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা ও উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ২ লক্ষ তালগাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে বাররশিয়া স্কুল সড়কের ধারে ৪ কিলোমিটার জুড়ে তাল গাছের বীজ রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল হাসান ৩০ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌ. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অতিথিরা বজ্রপাত রোধসহ তালগাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।