বাংলাদেশকে জলবায়ু তহবিল প্রদানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৭, ২২:৩৮

আসন্ন কপ-২৩ সম্মেলনকে সামনে রেখে পরিবেশ দূষণকারী দেশগুলির প্রতি বাংলাদেশকে জলবায়ু তহবিল প্রদানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

এ উপলক্ষে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সনাক সভাপতি সেলিনা বেগম, সদস্য সাইফুল ইসলাম, শহীদুল আলম প্রমুখ।

সনাক সভাপতি তার বক্তব্যে জলবায়ু অর্থায়নে উন্নত দেশের জলবায়ু তহবিল প্রদান, অভিগম্যতা, তার ব্যবহার এবং তদারকিতে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দাবির প্রতি সমর্থন জানান।

সনাক সদস্য উম্মে সালমা হ্যাপি এ ব্যাপারে ১৬ দফা দাবি তুলে ধরে অবস্থানপত্র পাঠ করেন। মানববন্ধনে সনাক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় একশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত