পাখি প্রেমিক আলমগীরের আহ্বান ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৩২

পিঠে লাল সবুজ দেশের জাতীয় পতাকা, গলায় হ্যান্ড মাইক ঝুলানো। গায়ে বিভিন্ন স্লোগান সংবলিত টিশার্ট, হাতে সচেতনতা মূলক লিফলেট। এ নিয়েই দুই চাকার সাইকেল চেপে সৈয়দপুর হতে তেতুলিয়ায় ক্যাম্পিং করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তরুণ পাখি প্রেমিক আলমগীর হোসেন। উদ্দ্যেশ্য পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও আন্দোলন বেগবান করা।

এ লক্ষ্যে গত ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন উত্তরের চার জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় ভ্রমণে করেন তিনি।

ভ্রমণের সময় আলমগীর হোসেন বিভিন্ন স্কুল-কলেজ ও হাট-বাজারে যাত্রা বিরতি দিয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছেন। পাখি ও প্রকৃতির গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে পাখির সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

পাখি প্রেমিক আলমগীর হোসেন বলেন, পাখি ও প্রকৃতির সুরক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে। এ জন্যে চাই বেশি বেশি প্রচারণা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত