কুয়াশার দেখা মিলবে আজ রাতে

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:১৭

অনলাইন ডেস্ক

আজ রাতের সারা দেশে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এ ছাড়া শেষ রাতে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে।

১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্য স্থানে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সাহস২৪.কম/জুয়েনা