ফাল্গুনের রাতে শহরে হঠাৎ ঝড়ো বৃষ্টি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৩

সাহস ডেস্ক

শীত শেষ না হতে না হতেই ফাল্গুনের মধ্যরাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির দেখা মিলেছে। এটাকে ঠিক কালবৈশাখী বলা না গেলেও তার আগমনী বার্তা বলা চলে। 

২৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে ৩টা থেকে দমকা বাতাস বইতে শুরু করে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। প্রায় আধ ঘণ্টা  ধরে চলে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত।

এ সময় রাজধানীর বেশ কিছু এলাকা দমকা বাতাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হঠাৎ দমকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে বেশ বেকায়দায় পড়তে হয়েছে ছিন্নমূল মানুষদের। 

দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। রাত ২টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টি হতে শুরু করে। এতে বেশ কয়েকস্থানে গাছপালা ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 
সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত