নিষিদ্ধ পলিথিনে ভরাট যমুনা

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৩:২৪

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরে প্রকাশ্যে চলছে পলিথিনের বেচাকেনা। দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হলেও শ্যামনগরে নিষেধাজ্ঞার কোন প্রভাব নেই। নিত্য প্রয়োজনীয় মালামাল বহন করতে ব্যবহৃত হচ্ছে পলিথিন। পলিথিনের কারণে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সড়কের ড্রেন ও যমুনা নদীর পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বাজারের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শ্যামনগর সদরের যমুনা নদী সরকারি অর্থে খনন ও ৪টি ব্রিজ নির্মাণ করা হয়। বাজারে ব্যবহৃত পলিথিন নদীতে ফেলায় ভরাট হয়ে গেছে যমুনা।

শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান কামাল জানান, আমরা জনসচেতনতার মাধ্যমে পাট জাতীয় দ্রব্য ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করছি। আগামী রমজানের মধ্যে আশা করছি পলিথিন ব্যবহার অনেকটা কমে আসবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত