উন্নয়নের করাতে কাটা পড়ল বকুল গাছটি

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৫:০১

নওগাঁ প্রতিনিধি

পথের ধারে ছাড়া আর ফুলের গন্ধে এলাকার মনুষকে আকৃষ্ট করে রেখেছিল বকুল গাছটি। তবে এখন তা শুধুই স্মৃতি।

নওগাঁ প্রধান সড়কের বরেন্দ্র অফিস সংলগ্ন ২০/২২ বছরের বকুল গাছটির নামানুসারে ওই মোড়ের নাম হয়েছিল ‘বকুলতলার মোড়’। রাস্তা সম্প্রসারণের নামে সারাদেশেই গাছ কাটা চলে। তারই ধারাবাহিকতায় এলাকার স্মৃতিবহ বকুল গাছটিও রক্ষা পায়নি। সড়ক সম্প্রসারণের জন্য যেটুকু জায়গা প্রয়োজন তার চেয়ে অনেকটা দূরেই ছিল বকুলগাছটির অবস্থান। উপড়ে ফেলা না হলেও গলা কেটে রাখা হয়েছে গাছটির। তবে চারধারে ইটের গাঁথুনি দিয়ে সংরক্ষণ করে তাতে ‘বকুলতলার মোড়’ লিখা থাকায় কারো আর বুঝতে অসুবিধা হচ্ছে না এটিই সেই বকুল গাছ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত