মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১১:৪৭

সাহস ডেস্ক

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শহরের কাছে মনু নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার ৩০টি ইউনিয়ন, দুটি পৌরসভা ও ৫টি উপজেলায় এ পর্যন্ত ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৪টি মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। বিদ্যালয়ের কোনোটি দুই ফুট আবার কোনোটি তিন ফুট পানি নিচে তলিয়ে আছে। যদিও পানি এখন কিছুটা কমতে শুরু করেছে। 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ জানান, স্কুলগুলোতে এখন সরকারি ছুটি থাকায় পাঠদানে বিঘ্ন ঘটছে না। তবে মৌলভীবাজার সদর উপজেলায় ৫টি, রাজনগরে ৫টি, কমলগঞ্জে ৬টি, কুলাউড়ায় ৮টিসহ মোট ২৪টি মাধ্যমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এদিকে একজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, জেলায় মোট ৯৯টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৬টি, কমলগঞ্জ ১৪টি, রাজনগর ৪৩টি ও কুলাউড়ায় ৩৬টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এসব স্কুল ঈদুল ফিতরের বন্ধ থাকায় পাঠদানে সমস্যা হচ্ছে না। তবে বিদ্যালয়ে পানি না কমা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা করা যাচ্ছে না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার (১৮ জুন) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভাকালে সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সরকারি কর্মকতার কাছ সন্তোষজনক তথ্য না পাওযায় ক্ষুব্ধ হন। এসব কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি।

গত ১৩ জুন থেকে জেলায় মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধির কারণে সৃষ্ট বন্যায় প্রতিরক্ষা বাঁধের ২৫টি স্থানে বাঁধ ভেঙ্গে জেলার দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে বারই কোনা দিয়ে মনু নদীর ভাঙনে বেশি ক্ষতি হয়েছে। সোমবার সকাল থেকে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগামী ২/৩ দিনে বন্যার পানি মোটামোটি কমে যাবে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১৫ জুন) সন্ধ্যা থেকে নিম্নাঞ্চল আলীনগর, শমশেরনগর, পতনউষার, কমলগঞ্জ পৌরসভার একাংশ ও মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানির স্রোতে নিখোঁজ ছয়জনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও উজানের পানি নেমে আসার কারণে মনু নদের পানি মৌলভীবাজার শহরের কাছে বৃদ্ধি পাচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার রাজনগর, কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার শহরে সেনাবাহিনীর তিনটি দল বন্যাদুর্গত মানুষকে উদ্ধারসহ বিভিন্ন কাজে সহযোগিতা করছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, ‘বন্যাদুর্গত মানুষকে উদ্ধারসহ বিভিন্ন কাজে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। শহরে পানি ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধারকাজে সহযোগিতা করতে শ্রীমঙ্গল থেকে বিজিবি সদস্যরা চলে আসবেন। এ ছাড়া পর্যাপ্ত ত্রাণ আছে। কিন্তু পানি না কমলে তা বিতরণ করা যাচ্ছে না।’

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত