ধরলা নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ১৩:০০

অনলাইন ডেস্ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী অববাহিকার চরাঞ্চলের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

শুক্রবার (০৬ জুলাই) ভোর ৬টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রাবাহিত হয়েছে।

এসব এলাকার ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার মানুষ। ফুলবাড়ী উপজেলায় ধরলা অববাহিকার রাঙামাটি, খোচাবাড়ী, বড়ভিটা, বড়লই, চর বড়লই, ধনীরাম, কবির মামুদ, প্রাণকৃঞ্চ, চন্দ্রখানা, সোনইকাজী, রামপ্রসাদ, যতিন্দ্র নারায়ণ, ঝাউকুটি, শিমুলবাড়ী, চড় গোরক মন্ডল, গোরক মন্ডলসহ ধরলার তীরবর্তি এলাকায় বৃহস্পতিবার রাত থেকে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে অনেক ঘর-বাড়ি।

শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী ও বড়ভিটা ইউপি খয়বর আলী বলেন, বন্যার পানিতে তলিয়ে গেছে শেখ হাসিনা ধরলা সেতুর পূর্বপাড়ের বেরিবাঁধটি। এতে চরাঞ্চলসহ পাশ্ববর্তী লোকালয়ে পানি ঢুকে অনেক ঘর-বাড়ি প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রাবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সেগুলো বিপদসীমার নিচে রয়েছে।