প্লাস্টিকের বোতলে মুখ আটকে মৃতপ্রায় নেকড়ে

প্রকাশ : ০৬ জুলাই ২০১৮, ২২:০৭

সাহস ডেস্ক

প্লাস্টিকের বোতলে মুখ আটকে যেয়ে প্রায় মরণাপন্ন একটি নেকড়েকে বাঁচাল অপেশাদার প্রকৃতি আলোকচিত্রধারী একটি দল। ঐ দলের একজন ২৬ বছর বয়সী তানয় পানপালিয়া। তিনি পেশায় একজন হিসাবরক্ষক।

বৃহস্পতিবার (০৫ জুলাই) ভারতের নাগপুরে লেকের ধারে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দ্য ডেইলি মেইল অনলাইন।

তিনি বলেন, আমি ও আমার বন্ধুরা প্রকৃতির ছবি তুলতে নাগপুরে লেকের ধারে যাই। আমরা যখন প্রকৃতির ছবি তুলছিলাম তখন এই নেকড়েটিকে দেখতে পাই।

তানয় পানপালিয়া বলেন, নেকড়েটিকে দেখার সাথে সাথে আমরা নাগপুর বন বিভাগে খবর দিই এবং তারা এসে প্রায় দুই ঘন্টা পর নেকড়েটিকে উদ্ধার করে। তারা প্লাস্টিকের বোতলটি কেটে নেকড়েটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। পরে উদ্ধারকারী দল নেকড়েটির দেহের তাপমাত্রা মেপে নেকড়েটিকে ছেড়ে দেয়।

তানয় আরও বলেন, খাবারের খোঁজে নেকড়েটি বোতলের ভিতর মুখ দেয় এবং তখনই এটি তার মুখে আটকে যায়। নেকড়েটিকে দেখে মনে হচ্ছে সে অনেক দিন না খেয়ে ছিলো। ফলে তার শরীর শুকিয়ে গেছে। বোতলটি সাধারণত বনের পাশে গ্রামের লোকেরা তাদের ঘরে খাবার রাখার জন্য ব্যবহার করতো। পরে খাবার শেষে তারা এটি বনে ফেলে দেয় এবং এ ঘটনাটি ঘটে।

মানুষের অজ্ঞতার কারণেই আজ নেকড়েটিকে এই অবস্থায় পড়তে হয়েছিলো বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত