চাঁপাইনবাবগঞ্জে ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৬, ১৮:৫২

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেল ৫টায় জেলা শহরের কালেক্টরেট শিশু পার্কে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সাজদার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, কল্যাণপুর হটিকালচার সেন্টারের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যাণতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সহ কৃষি বিজ্ঞানী, সরকারি-বেসরকারি দপ্তর প্রধান, কৃষি বিভাগীয় কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও মেলায় আগত দর্শকবৃন্দ।

উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলি ঘুরে দেখেন ও মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে অংশ নেন। মেলায় ৩২টি সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যেগে স্থাপিত স্টল রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত