গাইবান্ধায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন!

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ১২:০৯

ফরহাদ আকন্দ

‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোদন করা হয়েছে। সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক নবীউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে ১টি করে গাছের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত