অতিবৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৭:২৩

সাহস ডেস্ক

পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। অতিবৃষ্টির কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে  বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত