লক্ষ্মীপুর সদর হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৯:২৩

মিসু সাহা নিক্কন

লক্ষ্মীপুরে জেলার শিশু স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে জেলা সদর হাসপাতালে একটি উন্নত নবজাতকের বিশেষায়িত স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৩ টার দিকে ডিপার্টমেন্ট অব গ্লোবাল হেলথ এর (এসসিইউএস) এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিসিয়া ডালী আনুষ্ঠানিক ভাবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে বিশেষায়িত এ শিশু সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন। ইউএসএআইডির অর্থায়নে মা-মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর এ শিশু সেবা কেন্দ্রটি স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউএসআইডি’র প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট সামিনা চৌধুরী, ডাইরেক্টর (হসপিটাল ও ক্লিনিক) ডা. আবুল কায়সার মাহমুদ সাইদুর রহমান। 

এর আগে দুপুরে এ উপলক্ষে জেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ এর সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, ডিপার্টমেন্ট অব গ্লোবাল হেলথ এর (এসসিইউএস) এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিসিয়া ডালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আলতাফ হোসেন, ডা. আশফাকুর রহমান (মামুন), ডা. মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বিশেষায়িত সেবা কেন্দ্রটিতে আধুনিক যন্ত্রপাতিসহ প্রশিক্ষণপ্রাপ্ত আলাদা ডাক্তার ও নার্সের ব্যবস্থা রয়েছে। সেবা কেন্দ্রটিতে ০ থেকে ২৮দিন বয়সের কম ওজনের অপরিনত শিশুরা বিনামূল্যে বিষেশায়িত স্বাস্থ্য সেবা পাবে। এতে করে নবজাতকের মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে বলে সভায় আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত