যেকোন মুহূর্তে ধসে পড়তে পারে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৭, ১৮:০৭

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সোয়া লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে দুর্ঘটনার আশংকা সৃষ্টি হয়েছে। কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যায় উন্নীত হলেও লোকবলের অভাবে দীর্ঘ দিনেও নবনির্মিত ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু করা যায়নি।

পুরাতন ভবনের পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং সেবিকা কক্ষগুলির ছাদের অংশ ধ্বসে পড়ছে হরহামেশায়। ফলে ভর্তি রোগীরা জীবন বাঁচাতে এসে লাশ হয়ে বাড়ি ফেরার আশংকা করছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যেই ছাদ থেকে টুকরো ধসে নিচে পড়ছে। যার কারণে অনেক রোগী চিকিৎসা সম্পূর্ণ না করেই আতংকে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুত এ সব মেরামতের ব্যবস্থা হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়ে গেছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত