দিরাই ভাটিপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৭, ১৬:১৭

নুর উদ্দিন

দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া জমিদার বাড়ির দেওয়া জমির উপর কয়েক দশক আগে নির্মিত কেন্দ্রটির টিনের চালা, দরজা-জানালা নেই, দেয়ালে শ্যাওলা জমে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ডাক্তার নেই, এমএলএসএস এর উপর ১৫টি গ্রামের মানুষের ভরসা।

তুলে নেয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কার্যক্রম। পরিত্যক্ত ভবনটির পাশে থাকা পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের একটি রুমে একজন এমএলএসএস এর মাধ্যমে পরিচালিত হচ্ছে ইউনিয়নের স্বাস্থ্য সেবার কার্যক্রম।

উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে ১ জন মেডিক্যাল অফিসার, ১ জন ফার্মাসিস্ট, ১ জন স্যাকলো থাকার কথা থাকলেও দৃশ্যমান কেউই নেই এই উপস্বাস্থ্য কেন্দ্রটিতে। বছরের পর বছর ডাক্তার শূন্য থাকে এই কেন্দ্রটি। মাঝে মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালনে মেডিকেল অফিসার আসলেও অবকাঠামো ও আবাসন সক্রান্ত জটিলতার কারণে এলাকায় তাদের দেখা মিলে না। স্বাস্থ্য ব্যবস্থার এমন করুণ পরিণতিতে ক্ষুব্ধ স্থানীয়রা।

ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশীদ তালুকদার বলেন, ভাটিপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই, নেই কোন চিকিৎসা উপকরণ। স্বাস্থ্য সেবা আজ ধ্বংসের পথে।

সৈদুর রহমান তালুকদার বলেন, ভাটিপাড়া ইউনিয়ন যোগাযোগের দিক দিয়ে অনেকটা পিছিয়ে। তার চেয়ে পিছিয়ে স্বাস্থ্য ব্যবস্থার দিক।

সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, আমাদের লোকবলের চরম সংকট। ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চলছে, অচিরেই ডাক্তারের সমস্যা সমাধান হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত