আজ বিশ্ব হাত ধোয়া দিবস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১২:৫০

সাহস ডেস্ক

আজ রবিবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন  করা হচ্ছে। দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গ্রহণ করেছে নানান কর্মসূচি। 

বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরণের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এক গবেষণায় দেখা গেছে, খাবার ও পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায়, তার প্রতি চারজনের একজন আক্রান্ত হন শুধু  হাত না ধোয়ার কারণে। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারা বিশ্বের মানুষদের  অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বা ব্যক্তিগত স্বাস্থ্য চর্চার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস  পরিষ্কার-পরিচ্ছন্নতা বা ব্যক্তিগত স্বাস্থ্য চর্চার একটি প্রকৃষ্ট উদাহরণ। নিয়ম ও সময় মতো হাত ধোয়ার অভ্যাস গড়ে  তুললে আমাশয়, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া ও কৃমিরোগসহ আরো অনেক জীবাণু দ্বারা সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে  কমে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত