চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের চিকিৎসা

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৭, ১৮:১৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা, আয়োজিত জন্মগতভাবে ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপাচারের জন্য প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রিন লাইফ জেনারেল হাসপাতালে দু’দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির প্রাক্তন সভাপতি প্রকৌ. মাহতাব উদ্দিন।

এদিন ২০ জন বিভিন্ন বয়সী রোগী অস্ত্রোপাচারের জন্য নির্বাচন করা হয় যাদের বেশীরভাগই শিশু। আগামী ২৪ নভেম্বর এই হাসপাতালেই অস্ত্রোপাচার কার্যক্রম শুরু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্যে এবং রোগীদের করণীয় সম্পর্কে বক্তব্য দেন সমিতির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য এনামুল হক, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক রেজাউল করিম, অস্ত্রোপাচার কার্যক্রমে যুক্ত চিকিৎসক মো. আবদুল্লাহ, অব. অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ। এসময় হাসপাতাল পরিচালক প্রকৌ. নাসিমউদ্দিন উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত