খাগড়াছড়িতে ‘সার্ভ অন স্ট্রোক প্যাশেন্টস ইন বাংলাদেশ’ জরিপ সম্পন্ন

প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৫:২৮

সাহস ডেস্ক

গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ফর ডেভেলপমেন্ট ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল কর্তৃক ‘সার্ভে অন স্ট্রোক প্যাশেন্টস ইন বাংলাদেশ’ শিরোনামে একটি গবেষণা জরিপ দেশের সকল জেলার ন্যায় খাগড়াছড়িতেও সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ২১ মার্চ থেকে শুরু করা এ জরিপ খাগড়াছড়িতে শেষ হয়েছে ২৩ এপ্রিল।

এ জরিপে খাগড়াছড়ির দিঘিনালার ২নং বোয়ালখালি ইউনিয়নের ছয়টি গ্রামের মোট ৪৩৬জনের সাক্ষাত্‍কার গ্রহন করা হয়। ৪৩৬জনের মধ্যে ২৩৩জন নারী। এর মধ্যে তিনজন নারীকে স্ট্রোক রোগী অনুমান করে স্ট্রোক বিশেষজ্ঞ চিকিত্‍সকের সাথে সাক্ষাত্‍ করানো হয়। তবে চিকিত্‍সক বলেছেন, এ তিনজনের মধ্যে কেউই স্ট্রোক রোগী নয়।

খাগড়াছড়িতে জরিপের দায়িত্ব পালন করেছেন এ প্রকল্পের তথ্য সংগ্রাহক হিসেবে নিয়োজিত পপেন ত্রিপুরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত