পত্নীতলায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:০৫

শাহিনুর রহমান

পত্নীতলায় উপজেলা সদর নজিপুর চকজয়রাম সড়কের রংধনু সিনেমা হলের সন্নিকটে বুধবার বিকেলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

পত্মীতলা-ধামইরহাট ঘোড়া মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখতে এলাকার বিভিন্ন যায়গা থেকে কয়েক হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের এসময় সমাগম ঘঠে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীর মাঝে পুরষ্কার তুলে দেন।

ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগীতায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্নীতলা-ধামইরহাট ঘোড়া মালিক সমিতির সভাপতি মতিবুল ইসলাম বুলু মহুরী, দিলিপ চৌহান, টগর মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, আজাদ রহমান, পত্নীতলা-ধামইরহাট ঘোড়া মালিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

উক্ত প্রতিযোগীতায় ৩টি ক্যাটগরিতে মোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৩টি ক্যাটগরিতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতায় ক গ্রুপে ওবায়দুল ইসলাম, খ গ্রুপে ঘোড় সাওয়ারী তাসমীনা ও গ গ্রুপে ফজলু প্রথম স্থান অধিকার করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত