২৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ১১:২১

সাহস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৭, বৃহস্পতিবার। ১৩ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬ তম (অধিবর্ষে ২৬ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ভারতে এই দিন প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতে প্রজাতন্ত্র দিবস বলবৎ হয়েছে।
 
ঘটনাবলি
১৫৩১ - পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।
১৮৪১ - হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
১৯৩০ – ভারতের স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।
১৯৪১ - নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে।
১৯৫২ - খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন।
১৯৬৫ - হিন্দি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়।
১৯৮২ - তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৮৬ - ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
২০০৪ -  হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।
 
জন্ম
১৮৮৪ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯১৮ - রুমানীয় নেতা নিকালোই চসেস্কু।
১৯৩৭ - আনিসুজ্জামান, বাংলাদেশ অধ্যাপক, শিক্ষাবিদ।
 
মৃত্যু
১৮২৩ - বসন্তের টিকা আবিষ্কারক ইংরেজ চিকিৎসক এ্যাডওয়ার্ড জেনার।
১৯৬৯ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্ম সংস্কারক।
 
ছুটি ও অন্যান্য
ভারতীয় প্রজাতন্ত্র দিবস (১৯৫০)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত