২৩ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১০:৪১

সাহস ডেস্ক

এপ্রিল ২৩ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৩ তম (অধিবর্ষে ১১৪ তম) দিন ।
ঘটনাবলি
১৬৬১ - ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে ২য় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৮২৬ - তুর্কিরা সিসোলাস্টি দখল করে নেয়।
১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্তবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সেদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্টিত হয়।
১৯৬১ - ১৯৪০ এর দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গ্যল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভুত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।
১৯৬৮ - নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয়, এবং  বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।
১৯৭৭ - সংবিধান পঞ্চম সংশোধন।
জন্ম
১৭৯১ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, অন্যতম সেরা জার্মান পদার্থবিজ্ঞানী।
১৮৫৮ - অভিনেতা লী মেজরস।
মৃত্যু
১৬১৬ - কবি ও নাট্যকার শেক্সপিয়ার।
১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।
১৮৫০ - কবি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ।
১৯৯২ - সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত