১২ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১১:৫১

সাহস ডেস্ক

১২ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার। ২৭ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৫ তম (অধিবর্ষে ২৮৬ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৪৯২ - পতুর্গিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে (ওয়েস্ট ইন্ডিজ) পৌঁছান, আবিষ্কৃত হয় আমেরিকা মহাদেশ।
১৯৬৪ - তিন রুশ নভোচারী ভ্লাদিমির কোমানভ, কনস্তানতিন ফিওক্তিস্তভ ও বোসি ইয়োগোরভ নভোযান ভস্তক-২৪ এ মহাশূন্যে পাড়ি দেন এবং ২৪ ঘণ্টা ১৭ মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূ-পৃষ্ঠে অবতরণ করেন।
১৯৮৬ - এল সালভেদারে ভূমিকম্পে ১৮০০ লোকের প্রাণহানি হয়।

জন্ম
১৮৬৪ - কামিনী রায়, বাঙালি কবি।
১৮৬৫ - নোবেলজয়ী ইংরেজ জীবরসায়নবিদ আর্থার হার্ডেন।
১৮৯৬ - নোবেলজয়ী ইতালীয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল।
১৯২৪ - কণিকা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসংগীত শিল্পী
১৯৩১ - উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

মৃত্যু
১৯২৪ - ফরাসি লেখক আনতোল ফ্রাঁস।

ছুটি ও অন্যান্য
বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
বিশ্ব চক্ষু দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত