গোমস্তাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ২২:৩১

বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মঙ্গলবার দুপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ৩৯ জন প্রতিযোগীর মধ্যে একমাত্র নারী প্রতিযোগী নওগাঁর জেলার ধামুইররহাট উপজেলার সাবিনা ইয়াসমিন প্রথম স্থান অধিকার করেন। প্রায় ৩০ হাজার বিভিন্ন বয়সী দর্শক ঘোড়দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন।

রহনপুর পৌর এলাকার বহিপাড়া মাঠে ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল।

অতিথি ছিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র তারিক আহম্মদ, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের সহ ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত