২৪ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৬

সাহস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার। ১২ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৫ তম (অধিবর্ষে ৫৬ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৮৬- লর্ড কর্নওয়ালিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত।
১৮৪৮- ফরাসি বিপ্লবোত্তর ফ্রান্স প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার বা দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।
১৮৭৬- অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে চালু।
১৮৯১-  ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু।
১৮৯৫- কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৯১৮- রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে এস্তোনিয়া।
১৯৩৮- যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু।
১৯৩৯- আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ের যুদ্ধ ঘোষণা।
১৯৪৮- লুই ফিলিপের ফ্রান্সের সিংহাসন ত্যাগ।
১৯৭২- বাংলাদেশকে ফিলিপাইনের স্বীকৃতি দান।
১৯৭৫- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হয়।

জন্ম
১৩০৪- বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা।
১৪৮৩- মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর।
১৭৮৬- জার্মান লেখক ভিলহেল্ম গ্রিম।
১৯৩৯- বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম।
১৯৪৩- বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসনের জন্ম।
১৯৫৫- অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

মৃত্যু
১৮১০- ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস।
১৮৯২- রুশ লেখক কনস্তানতিন ফেদিন।
১৮৯৯- বার্তা সংস্থা রয়টারের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস ফন রয়টার।
১৯৯৯- বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত