২৭ মার্চ: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১০:৫৩

সাহস ডেস্ক

২৭ মার্চ ২০১৮, মঙ্গলবার। ১২ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৬ তম (অধিবর্ষে ৮৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫১৩ - আবিষ্কৃত হয় ফ্লোরিডা।
১৬৬৮ - মুম্বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে।
১৭৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
১৯১৯ - আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা।
১৯৬৪ - জাতিসংঘের শান্তি বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে।
১৯৯৬ - বাংলাদেশ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়।
১৯৬৯ - মেরিনার ৭ উদ্বোধন করা হয়।

জন্ম
১৮৪৫ - উইলিয়াম রন্টজেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ। 
১৯৬০ - মল্লিকা সেনগুপ্ত, বাঙালি কবি ও সমাজকর্মী।
১৯৬৩ - কুয়েনতিন তারানতিনো, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
১৯৭২ - জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্‌, হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড়।
১৯৯০ - নেসার বারাযাইত, নেদারল্যান্ডসের পেশাদার ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
১৯১৮ - হেনরি অ্যাডামস, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
১৯৬৮ - ইউরি গ্যাগারিন, রুশ নভোচারী। 
১৯৭২ - এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
১৯৮২ - ফজলুর রহমান খান, বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।

ছুটি ও অন্যান্য
বিশ্ব থিয়েটার দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত